Tuesday, April 16, 2013

এতিমের হক প্রতিষ্ঠায় ইসলাম

মুফতি আইনুল ইসলাম কান্ধলবী
এ কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আল্লাহ পাক এতিমদের হক আদায়ের ব্যাপারে বিশেষ তাগিদ করেছেন। কেননা প্রাক-ইসলামিক যুগে এতিমদের প্রতি জুলুম করা হতো অনেক বেশি। প্রাক-ইসলামিক যুগে বর্বরতার শিকার হতো অসহায় নারী, অনাথ এতিম, মিসকিন এবং কন্যাসন্তান। নারীদের কোনো অধিকার ছিল না সমাজে। এতিমদের ধনসম্পদ তাদের অভিভাবকরা আত্মসাৎ করে ফেলত এবং কন্যাসন্তানদের বর্বর পৌত্তলিকরা জীবন্ত কবরস্থ করত।

প্রিয়নবী (সা.)-এর আবির্ভাবের মাধ্যমে আল্লাহপাক সমাজের এই দুস্থ, বিপদগ্রস্ত মানুষদের বর্ণনাতীত দুঃখ-কষ্ট দূরীভূত করার নির্দেশ দিলেন। ফলে মরণাপন্ন মানবতা পুনর্জীবন লাভ করল। সভ্যতার ক্রমবিকাশ শুরু হলো।